শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সামরিক ধাঁচের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

প্রতিদিন ডেস্ক

সামরিক ধাঁচের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন গতকাল জানিয়েছেন, তার দেশ সর্বসাধারণের জন্য সব ধরনের সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করবে। সূত্র : বিবিসি। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ১১ এপ্রিলের মধ্যে নতুন অস্ত্র আইন পার্লামেন্টে উঠবে। তিনি আরও বলেন, ১৫ মার্চ হামলার দিন আমাদের ইতিহাস চিরদিনের মতো বদলে গেছে। এখন আমাদের আইনও বদলে যাবে। হামলার ছয় দিনের মাথায় আমরা নিউজিল্যান্ডে সব ধরনের সামরিক ধাঁচের সেমি-অটোমেটিক ও অ্যাসল্ট রাইফেলের ওপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করছি। সব ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনও এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গত শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। আল নুর মসজিদ ও লিনউড মসজিদে বন্দুকধারীর ওই হামলায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। আহত হন ৪২ জন। এই হামলার পর নিউজিল্যান্ডের অস্ত্র আইন সংশোধনের বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

সর্বশেষ খবর