শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কাল ডাকসুর দায়িত্ব অর্পণ, সিদ্ধান্ত নেননি ভিপি নুর

অভিযোগ তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামীকাল দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০১৯-এ জয়ী নেতারা। একই দিন হল সংসদের নেতারাও নিজ নিজ হল প্রাধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব নেবেন। তবে দায়িত্ব গ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ডাকসুর ভিপি নুরুল হক নুর। নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এর আগে, সোমবার  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের কার্যালয়ে প্রভোস্ট কমিটির সভায় ডাকসু ও হল সংসদ নির্বাচনে জয়ী নেতাদের দায়িত্ব গ্রহণের তারিখ ধার্য করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মার্চ বেলা ১১টায় ডাকসুর কেন্দ্রীয় সংসদে নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন ডাকসুর সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মতবিনিময় সভা শেষে দায়িত্ব নেবেন ডাকসুর সদ্য নির্বাচিত নেতারা। তবে ছাত্রলীগের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ থেকে নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। এর আগে অনিয়মের অভিযোগ এনে ১১ মার্চ ভোট গ্রহণের মাঝপথে এসে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় পাঁচটি প্যানেল। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্রঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোটসহ অন্য স্বতন্ত্র প্রার্থীরা। এখন পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনে আছে প্যানেলগুলো। এরই পরিপ্রেক্ষিতে নুরুল হক নুর ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন কি না এ বিষয়ে জটিলতা তৈরি হয়। বিষয়টি জানতে নুরুল হক নুরকে জিজ্ঞাসা করলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যে পাঁচ প্যানেল কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করে আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আগামীকাল (আজ) বিকালে তাদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি ব্যক্তিগতভাবে কী ভাবছেন- এমন প্রশ্নে বলেন, ‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। সাধারণ শিক্ষার্থীরা কী ভাবছেন তা-ই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত আখতার হোসেনও দায়িত্ব গ্রহণের বিষয়ে একই কথা জানিয়েছেন। তবে দায়িত্ব গ্রহণের বিষয়ে সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগ থেকে নির্বাচিত প্রার্থীরা কেন্দ্রীয় ও হল সংসদে দায়িত্ব গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দায়িত্ব নিয়ে তারা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণে ভূমিকা রাখতে প্রস্তুত। সংগঠনটির প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়া বিভিন্ন হলে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরাও দায়িত্ব গ্রহণের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছেন বলে জানা গেছে।

ডাকসু নির্বাচন-সংক্রান্ত অভিযোগ তদন্তে কমিটি গঠন : সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০১৯ বিষয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাজেদা বানুকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ ড. মো. মহিউদ্দিন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. শারমিন রুমি আলীম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। 

সর্বশেষ খবর