শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে পিস্তলসহ আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ব ঘোষণা ছাড়া পিস্তল নিয়ে প্রবেশ করায় এস এম মুজিবুর রহমান নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। জানা গেছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-১ (কলারোয়া) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। এভসেকের অপারেশন ডিরেক্টর নূরে আলম সিদ্দিকী জানান, নভোএয়ারের ভিকিউ-৯৪৭ ফ্লাইটে ঢাকা থেকে যশোরে যাওয়ার কথা ছিল মুজিবুর রহমানের। সন্ধ্যায় তিনি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন। এ সময় প্রথম স্ক্যানিং গেটেই তার ব্যাগে আগ্নেয়াস্ত্রের অস্তিত্ব পান স্ক্যানিং অপারেটর। প্রশ্ন করা হলে, তার কাছে অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেন মুজিবুর রহমান। পরে পয়েন্ট ৩২ বোরের একটি এনপিপি পিস্তল (নম্বর এফএপি ৮৭৬৪৮) ও ৩৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে মুজিবুর রহমান জানিয়েছেন, তিনি আগেও বিমানে একাধিকবার অস্ত্র বহন করেছেন। কিন্তু কখনই তাকে আগে অস্ত্রের ঘোষণা দিতে হয়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে এভসেক কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করেছেন। তিনি পূর্ব ঘোষণা ছাড়া পিস্তল নিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর