রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিমানবন্দরের টয়লেটের ঝুড়িতে ৮ কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮ কোটি টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার রাত দেড়টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটে ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় এসব সোনা পাওয়া যায়। এদিকে গতকাল দুপুরে অভ্যন্তরীণ টার্মিনালে এক যাত্রীর পেট থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটে যান। সেখানে ময়লা ফেলার ঝুড়ির ভিতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯টি প্যাকেটে ৪৮টি   সোনার বার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম। জব্দ সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। এদিকে এপিবিএন সূত্র জানায়, দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে ফরিদ আহমেদ (২৫) নামে এক যাত্রীকে আটক করা হয়। সে ইউএস-বাংলা এয়ারলাইনসে কক্সবাজার থেকে ঢাকায় আসে। এক্সরে করার পর তার পেটে ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

সর্বশেষ খবর