রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসা নিতে এসে ধরা পড়ল ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে দিনদুপুরে ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। এ সময় ছিনতাইকারীর পায়েও গুলি লাগে। তাদের উভয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জাহিদুল ইসলাম সোহাগ (৪০) নামে ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। ঢামেক হাসপাতাল সূত্র জানান, মতিঝিল থেকে গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের পুব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দিন তালুকদার (৩৭)। নবাবপুর যাওয়ার সময় মোটরসাইকেলে চার-পাঁচ জন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাকে মারধর করে। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা তার পায়ে বিদ্ধ হয়। এ সময় তার কাছ থেকে মূল্যবান কাগজপত্র ও চেক ছিনতাই করতে গিয়ে গুলিবিদ্ধ হন ছিনতাইকারী সোহাগও। পরে এক পথচারী সুজাউদ্দিনকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সুজাউদ্দিনকে হাসপাতালে আনার মিনিট দশেক পর জিন্স প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরা সোহাগকেও হাসপাতালে আনা হয়। তিনি ফুটপাথে হাঁটার সময় গুলিবিদ্ধ হন বলে দাবি করেন। তাদের চিকিৎসা চলাকালে দুপুর পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে উপস্থিত হয় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হকের নেতৃত্বে পল্টন থানা পুলিশ। তাদের সঙ্গে কয়েকজন প্রত্যক্ষদর্শীও ছিলেন। তারা গুলিবিদ্ধ দুজনের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে জাহিদুল ইসলাম সোহাগের হাতে হাতকড়া পরিয়ে দেন ওসি। ওসি মাহমুদুল হক জানান, সুজাউদ্দিন তালুকদারের ব্যাগ ছিনতাইয়ের সঙ্গে জড়িত সোহাগ। সুজাউদ্দিন মহানগর নাট্যমঞ্চের পুব পাশের ফুটপাথ দিয়ে হেঁটে নবাবপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে দুজন মোটরসাইকেল আরোহী তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মোটরসাইকেল থেকে নেমে সুঠামদেহী সোহাগ সুজাউদ্দিনের হ্যান্ডব্যাগ ধরে টান দেয়। সুজাউদ্দিন বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। সোহাগ একপর্যায়ে সুজাউদ্দিনকে এলোপাতাড়ি ঘুষি মারে। ব্যাগটা নিতে না পেরে পিস্তল বের করে সুজাউদ্দিনের বাঁ পায়ে গুলি করে। ধস্তাধস্তির সময় তার নিজের বাঁ পায়ের হাঁটুর কাছেও গুলি লাগে। ওই সময় আরেক ছিনতাইকারী মোটরসাইকেল ইউটার্ন নিয়ে তাদের দুজনের মাঝখানে দাঁড়ায়। তখন ছিনতাই করা ব্যাগটি অন্য ছিনতাইকারীকে দিয়ে দেয় সোহাগ। সেই ব্যাগ নিয়ে ছিনতাইকারী পালিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখে পুলিশকে জানান। পুলিশ এসে ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা জব্দ করে।

সর্বশেষ খবর