সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সমরাস্ত্র প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক

সমরাস্ত্র প্রদর্শনী শুরু

প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে গতকাল ঢাকার তেজগাঁও পুরাতন বিমান বন্দরস্থ জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর প্রদর্শনীস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার       লে. জেনারেল মো. মাহফুজুর রহমান পিএসসি তাঁকে অভ্যর্থনা জানান। সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধনের পর বিমান বাহিনীর মিগ-২৯সহ অন্যান্য যুদ্ধবিমানের ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। তাছাড়া সেনাবাহিনীর ২০ জন প্যারাট্রপার কর্তৃক প্যারাজাম্পিং অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বিমান বাহিনী স্টল পরিদর্শনের প্রাক্কালে বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধ বিমান কর্তৃক এ্যারোবেটিক শো প্রদর্শিত হয়। তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নগুলো ঘুরে দেখেন এবং সমরাস্ত্রগুলো পরিদর্শন করেন।

সর্বশেষ খবর