সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
এমপিওভুক্তির দাবি

মন্ত্রীর আশ্বাসে স্থগিত শিক্ষকদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা তাদের টানা অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। গতকাল বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কদম ফোয়ারার সামনে কর্মসূচিস্থলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত হয়ে দাবি মেনে নিতে দেড়-দুইমাস সময় চেয়ে কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। পরে বিকাল ৪টায় নন এমপিও  শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা বৈঠকে বসেন। বিকাল ৫ টায় ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় এ প্রতিবেদককে জানান, গত বুধবার থেকে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আজ তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরবেন।

সর্বশেষ খবর