সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

হিযবুতের মহিউদ্দিন খালাস দুজনের জেল

প্রতিদিন ডেস্ক

প্রায় এক দশক আগের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন আহমেদসহ চারজন। সাত দফা পেছানোর পর গতকাল এ মামলার রায় ঘোষণা করেন সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান।

রাষ্ট্রবিরোধী প্রচার চালানো ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় দায়ের করা এ মামলার ছয় আসামির মধ্যে পলাতক দুজনকে দুই বছর করে কারাদন্ড দিয়েছে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল। পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক মহিউদ্দিন আহমেদ এ সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ে তৌহিদুল আলম ও সাইদুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন বিচারক। হিযবুতের সমন্বয়ক মহিউদ্দিনের পাশাপাশি যুগ্ম-সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, সদস্য তানভীর আহম্মেদ ও আবু ইউসুফ আলী অভিযোগ থেকে খালাস পেয়েছেন। আদালতের পেশকার আতাউর রহমান জানান, দন্ডিত দুই আসামি পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

সর্বশেষ খবর