সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
দিল্লিতে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক ৩১ মার্চ

রোহিঙ্গা ও নিরাপত্তা ইস্যু পাবে গুরুত্ব

নয়াদিল্লি প্রতিনিধি

আগামী ৩১ মার্চ নয়াদিল্লিতে নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীরা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর বৈঠকে প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। ভারতের গোয়েন্দা তথ্য বলছে, কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের কেন্দ্র করে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারতের আসন্ন নির্বাচনের সময় বাংলাদেশের এ ধরনের পরিস্থিতি নিয়ে তাই উদ্বেগ রয়েছে ভারতীয় সংস্থাগুলোর মধ্যে। এই ইস্যুতে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে তাই সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আগামী ৩০ মার্চ নয়াদিল্লি যাবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাকে স্বাগত জানাবেন। বৈঠকের জন্য লক্ষেœৗতে নিজের নির্বাচনী প্রচারাভিযান ছেড়ে আসছেন রাজনাথ সিং। অবশ্য দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার ইস্যুগুলোর মধ্যে রয়েছে সীমান্তে অবৈধ কার্যকলাপ বন্ধ করা, সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা, সন্ত্রাসবাদ দমন, প্রতিষ্ঠান নির্মাণ ও নিরাপত্তা এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, জাল নোট ও মাদক চোরাচালন বন্ধ, কনস্যুলার ব্যবস্থার বিস্তৃতি। বৈঠকে গত বছর স্বাক্ষরিত নয়া ভিসা প্রটোকল বাস্তবায়ন পর্যালোচনা করা হবে। ভারত সরকার ভারতে লোকসভা নির্বাচন চলাকালীন সীমান্ত দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করতে চাইছে। এই সময়ে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া ভিসা অনুমোদন না দেওয়ার কথাও চিন্তা করা হচ্ছে। বন্ধ রাখা হতে পারে সীমান্ত হাট। এসব বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় দুই দেশ। বৈঠকে উভয় দেশের স্বরাষ্ট্র সচিব ছাড়াও সীমান্তরক্ষী বাহিনী, নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তবর্তী জেলাগুলোর পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে বাংলাদেশ থেকে ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। এ ছাড়া ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলী ও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন।

সর্বশেষ খবর