মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যার হাতেই নিরাপদ

------ এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যার হাতেই নিরাপদ

পানিসম্পদ উপমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। শেখ হাসিনার  হাতে দেশ আর পেছাবে না। গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। অনুষ্ঠানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম, সদস্য বেনজীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনেছেন। অনেকেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। তিনি দেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধুই ছিলেন একমাত্র নেতা যিনি রাষ্ট্রক্ষমতায় না থাকলেও তাঁর কথা দেশের সাড়ে সাত কোটি মানুষ মেনে চলত। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। কারণ, এক ভাষণেই তিনি বাঙালি জাতিকে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, যত দিন বাংলাদেশ থাকবে তত দিন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম অম্লান হয়ে থাকবে।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, আমার কোনো দল নেই। আমার দেশের নাম বাংলাদেশ। আমার একজন নেতা রয়েছেন। আমার নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, যুদ্ধের জন্য উজ্জীবিত করেছিল। স্বাধীনতাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনার সংগ্রাম সফল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। মানুষের ঐক্য না থাকলে কোনো আন্দোলন সফল হয় না। আসুন দেশকে ভালোবেসে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ বলেন, প্রায় সাড়ে এগারো শ মুক্তিযোদ্ধার সন্তানকে নর্থসাউথে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে আমরা নিজেদের ধন্য মনে করছি। স্বাগত বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার নির্দেশনা না দিলে এ দেশ স্বাধীন হতো না। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মাধ্যমেই স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। তিনি এক ভাষণেই বাঙালি জাতিকে বিজয়ের স্বপ্ন দেখিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। আলোচনা সভার সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জামিল আহমেদ।

সর্বশেষ খবর