বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
পেরিয়ে গেছে দুই বছর

শনাক্ত হয়নি আতিয়া মহলের নিহত তিন জঙ্গির পরিচয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে বহুল আলোচিত জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন টুয়াইলাইট’-এর দুই বছর পার হয়েছে গত রবিবার। দীর্ঘ এই সময়ে আতিয়া মহলের ভিতরে নিহত চার জঙ্গির তিনজনের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। তবে শিগগিরই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’র পরিদর্শক মো. আবুল হোসেন। উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে ‘আতিয়া মহল’ নামক একটি পাঁচতলা আবাসিক ভবনে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই রাতেই ভবনটি ঘিরে রাখে সিলেট মহানগর পুলিশ। পরে সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা অভিযান চালান সেখানে। প্রায় ১১১ ঘণ্টার অভিযানে ভবনটির নিচতলার একটি ফ্ল্যাটে নিহত হয় চার জঙ্গি। অভিযান চলাকালে আতিয়া মহলের বাইরে জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত হন র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৭ জন। আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযান ও হতাহতের ঘটনায় দুটি মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো নিহত জঙ্গি মর্জিনা বেগম ওরফে আর্জিনা (১৯), তার স্বামী জহুরুল হক ওরফে জসিম (২৫) ও হাসান (২৬) নামের অপর এক ব্যক্তি। চট্টগ্রামের সীতাকুন্ডে সংগঠিত একটি জঙ্গি হামলায় ২০১৭ সালের ১৫ মার্চ এই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আতিয়া মহলের ঘটনায় দায়েরকৃত মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হয়। অভিযানকালে আতিয়া মহলের ভিতর নিহত চার জঙ্গির মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে মর্জিনা নামের এক নারী জঙ্গির পরিচয় শনাক্ত করা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, আতিয়া মহলে অভিযানের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছিল। পুলিশ কিছু সাক্ষ্যপ্রমাণ ও আলামত সংগ্রহ করেছিল। পরে মামলাটির তদন্তভার পিবিআইর কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক আবুল হোসেন জানান, ২০১৭ সালের মে মাস থেকে মামলা দুটি তদন্ত করছে পিবিআই। নিহত চার জঙ্গির মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিগগিরই মামলা দুটির চার্জশিট আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ খবর