বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ফের ভোট গণনার দাবি

গোপালগঞ্জে সড়ক অবরোধ বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি

উপজেলা নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে ভোট পুনরায় গণনার দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল সকাল থেকে গোপালগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। তবে বিকালে এ অবরোধ তুলে নিলে ৫টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল সকাল থেকে দ্বিতীয় দিনের মতো পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের কয়েক হাজার বিক্ষুব্ধ সমর্থক ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক ও গোপালগঞ্জ- কোটালীপাড়া  সড়ক অবরোধ করে রাখেন পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট বর্ষণ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন।  এদিকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগে ও ভোট পুনরায় গণনার দাবিতে দুপুরে ব্যাংকপাড়াস্থ নিজবাস ভবনে সংবাদ সম্মেলন করেন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী তাসবিরুল হুদা (প্রতীক চশমা)।

সর্বশেষ খবর