বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আস্থা ফেরাতে পদক্ষেপ নেই

-আবু আহমেদ

আস্থা ফেরাতে পদক্ষেপ নেই

শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, আস্থা ফেরাতে শেয়ারবাজারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যারা বাজার মেনিপুলেশন করে, তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। কোম্পানির কাগজপত্র তৈরি করে ফুলিয়ে-ফাঁপিয়ে বাজারে নিয়ে আসা হয়। শেয়ার বিক্রি করে উদ্যোক্তারা চলে যান। তিনি বলেন, বাজারে যেসব কোম্পানির প্রাথমিক শেয়ার আসছে সেগুলো খুবই ছোট মূলধনি। কিছু জাঙ্ক শেয়ারও আপলোড হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারে এমন কোনো প্রতিষ্ঠান তালিকাভুক্ত হচ্ছে না। এ বছর তালিকাভুক্ত হওয়া সব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর্থিক সক্ষমতা না থাকায় এসব প্রতিষ্ঠানের শেয়ারে কারসাজির সুযোগ আছে, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তিনি বলেন, বড় কোম্পানি, বিশেষ করে বিদেশি প্রতিষ্ঠান, টেলিকম খাত বা সরকারি প্রতিষ্ঠানের শেয়ার আনতে পারছে না। বাজেটে যদি কিছু কর-সুবিধা দিয়ে এসব কোম্পানি আনা যেত, তাহলে হয়তো পরিস্থিতি ঘুরে দাঁড়াত। তিনি বলেন, বাজেটে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিয়ে সুনির্দিষ্ট সুবিধা দেওয়া হলেও অনেকের আস্থা ফিরত।

সর্বশেষ খবর