শনিবার, ৩০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

পাচারের সময় ৪০ টিয়া পাখি উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পাচারের সময় ৪০ টিয়া পাখি উদ্ধার

পাচারের সময় পঞ্চগড়ে ৪০টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস থেকে গতকাল সকালে পাখিগুলো উদ্ধার করে বন বিভাগ। এ সময় পাচারকারী কাউকে আটক করা যায়নি। পরে জেলা প্রশাসক পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা         প্রশাসক ও পঞ্চগড় রেঞ্চের ভারপ্রাপ্ত এক বন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বন বিভাগ পঞ্চগড় রেঞ্চের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধু সুদন বর্মণ বলেন, ‘পাখিগুলো দেশি জাতের টিয়া। এগুলো ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। একটি চক্র দীর্ঘদিন ধরে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে নানা জাতের পাখি ধরে পাচার করছে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘পাখি ধরা শাস্তিযোগ্য অপরাধ। আমরা এটি বন্ধে তৎপর রয়েছি’। কেউ পাখি শিকার বা বিক্রি করতে দেখলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দফতরে জানানোর অনুরোধ জানান তিনি।

সর্বশেষ খবর