সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

যানজট নিরসনে ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, পার্ক ও খেলার মাঠ উন্নয়নে ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এর আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি বড় জায়গায় পার্ক, খেলার মাঠ ও জলাধারের উন্নয়ন করা হবে। এ প্রকল্পের আওতায় ঢাকার কামরাঙ্গীর চর, লালবাগ, সূত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান এবং খিলগাঁও-মুগদা-বাসাবো অঞ্চলের খেলার মাঠ, পার্ক, জলাধারের উন্নয়ন করা হবে। এসব এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানের ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপদ চলাচলের জন্যও পাইলট প্রকল্প হিসেবে কিছু কাজ করা হবে। এতে ট্রাফিক ব্যবস্থা পরিচালনার জন্য উন্নত প্লাটফর্মের/যাত্রী ছাউনির পাশাপাশি পথচিহ্নের নকশা (জেব্রা ক্রসিং) এবং পথচারীদের জন্য উন্নত ফুটপাথ ব্যবস্থা গড়ে তোলা হবে। রাস্তাঘাট চওড়াকরণ, ফুটপাথ, পার্ক, সড়কবাতিসহ বহুমুখী সম্প্রসারণ কাজ করা হবে এ প্রকল্পের আওতায়। গতকাল বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) ক্রেডিট রেসিডেন্স প্রদানের জন্য ৩০ বছর মেয়াদি এই ঋণ দেওয়া হবে। যার পাঁচ বছর হবে গ্রেস পিরিয়ড। সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ। বর্তমানে বাংলাদেশে ৩০ হাজার কোটি ডলারের অনুদান ও ঋণ রয়েছে বিশ্বব্যাংকের।

সর্বশেষ খবর