সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় কোটি টাকার সরকারি ওষুধ জব্দ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরের শেলরপুর রোডের মফিজ পাগলা মোড় থেকে গতকাল সকালে রবিন ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি পাইকারি ওষুধের গুদাম থেকে বিপুল পরিমাণ চোরাই সরকারি ওষুধ উদ্ধার করেছে বগুড়া সদর থানার পুলিশ। সরকারি ওষুধ গুদামজাত করার অভিযোগে রবিন ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মিজানুর রহমান রবিন (২৬) কে গ্রেফতার করা হয়েছে। সে জেলার সারিয়াকান্দি উপজেলার চৌকিবাড়ি গ্রামের মো. আবদুর রফিকের পুত্র।

বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান জানান, শনিবার রাত ১ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে এসআই আবু তাহের রবিন ট্রেড ইন্টারন্যাশনালের গুদামের  ২য়, ৩য় ও চতুর্থ তলায় রক্ষিত বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ তিনটি ফ্লোরে তালা দিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। বেলা ১২ টায় পুলিশ সাংবাদিকদের উপস্থিতিতে তিনটি ফ্লোরের তালা খুলে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করে। ওষুধের সঠিক সংখ্যা ও টাকার অংকে কত হবে ওষুধের তালিকা করা ছাড়া বলা যাবে না বলে জানান ওসি।  এদিকে গুদাম ঘরের তালা খোলার সময় জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু জানান, ওষুধগুলো হাসপাতালে সরবরাহের আগে বিক্রি হয়ে থাকতে পারে। এ ছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর থেকে সরানো হতে পারে। তবে যেই এই অপরাধের সঙ্গে জড়িত থাক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃত রবিন ট্রেড ইন্টারন্যাশনালের মালিক রবিন জানান, দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তার কাছে ওষুধগুলো বিক্রি করেছে। ওষুধগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারীসহ দামি দামি ওষুধ।  এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ওষুধের তালিকার কাজ চলছিল।

সর্বশেষ খবর