সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
তৃণমূলে স্বাস্থ্যসেবা

৭ জন ডাক্তারেই চিকিৎসাসেবা

কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্স

খায়রুল ইসলাম, গাজীপুর

৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১২ সালে ৩১ শয্যার জনবল দিয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার কার্যক্রম চালু হয়। কিন্তু দীর্ঘ ছয় বছরেও ৫০ শয্যার জনবলের নতুন পদ সৃষ্টি করা হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য ২০ জন ডাক্তার থাকার কথা। এ ছাড়া দুজন ডাক্তার অননুমোদিতভাবে অনুপস্থিত, চারটি পদ শূন্য এবং সাতজন ডাক্তার ডেপুটেশনে অন্য জায়গায় কাজ করছেন। বর্তমানে সাতজন ডাক্তার দিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা চলছে। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারও রয়েছেন। এদিকে উপজেলার ৯টি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র ৪টি। চা বাগান উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ২০১৯ সালের জানুয়ারি থেকে প্রেষণে রাজধানীর একটি মেডিকেল কলেজে আছেন। সাকাশ্বর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার প্রেষণে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কালিয়াকৈর বাজার ও বেনুপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদ শূন্য আছে। পাঁচটি ইউনিয়নে অবকাঠামো না থাকায় পাঁচজন নবসৃষ্ট পদের মধ্যে দুটি পদ শূন্য (সূত্রাপুর ও মৌচাক), বাকি তিনজন কর্মরত কিন্তু অন্যত্র প্রেষণে আছেন। এতে শুধু এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নয়, তৃণমূলে স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে। হাসপাতালে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৯টি পদের মধ্যে আছে ৬টি পদ। স্বাস্থ্য সহকারী ৪০টি পদের মধ্যে রয়েছে ৩৩টিতে। আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও সনোলজিস্ট নেই। অ্যাম্বুলেন্স দুটির মধ্যে একটা ব্যবহারের অযোগ্য। এক্স-রে মেশিনটিও নষ্ট। ইসিজি মেশিন চালানোর লোকবল না থাকলেও চালানো হচ্ছে। মাসে কমপক্ষে ৩০/৩৫টি অপারেশন হয়। জেনারেটর না থাকায় বিদ্যুৎ চলে গেলে প্রসূতি মায়েদের অস্ত্রোপচার (সিজার) ব্যাহত হচ্ছে। এসব কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। সরেজমিন স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সঙ্গে কথা বলে জানা যায় এর বাস্তব চিত্র। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রবীর কুমার সরকার বলেন, এ হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। কমসংখ্যক চিকিৎসক নিয়ে আমরা প্রতিনিয়ত জরুরি বিভাগ ও আউটডোরে চিকিৎসা প্রদান করে আসছি। চিকিৎসক সংকটের কারণে রোগীদের অতিরিক্ত সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুজ্জামান জানান, ৫০ শয্যা হাসপাতাল ৩১ শয্যার জনবল দিয়ে চালাতে হচ্ছে।

সর্বশেষ খবর