মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আলোর অপেরা

সাংস্কৃতিক প্রতিবেদক

আলোর অপেরা

শিল্পকলা একাডেমিতে নাটকের দল এথিক মঞ্চায়ন করেছে ভিন্নধর্মী গল্পের নাটক ‘আলোর অপেরা’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। অপু শহীদ রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিন্টু সরদার, মনি কাঞ্চন, ইমতিয়াজ আসাদ, দেলোয়ার হোসেন সোহাগ, রাতুল মীর, এনামুল মীর, হাসান আরা ডালিয়া, রবিউল হাসান রুবেল, সুকর্ণ হাসান, উম্মে হাবীবা, সাবা নূর প্রমুখ।

ওয়াও ফেস্টিভ্যাল : নারীদের সফলতা ও অর্জনের গল্প নিয়ে শুরু হচ্ছে ওয়াও ফেস্টিভ্যাল। যুক্তরাজ্যের ওয়াও ফাউন্ডেশনের অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল ঢাকাতে প্রথমবারের মতো আয়োজন করছে ‘ওয়াও-উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’ নামের এই উৎসব। গতকাল ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। এতে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন, হেড অব আর্টস নাহিন ইদ্রিস, মঙ্গলদীপের প্রতিষ্ঠাতা সারা যাকের, লিপিং বাউন্ডারিজের প্রতিষ্ঠাতা পরিচালক সাগুফে হোসেন এবং বহ্নিশিখার প্রতিষ্ঠাতা তাশাফি হোসেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর