বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্ল্যানিংয়ে ব্যাপক পরিবর্তন জরুরি

-মোহাম্মদ ফয়েজ উল্লাহ

প্ল্যানিংয়ে ব্যাপক পরিবর্তন জরুরি

‘আমাদের আরবান প্ল্যানিং ব্যবস্থাকে আরও উপযুক্ত করে গড়ে তুলতে হবে। পুরান ঢাকায় আগুন লাগলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। এজন্য আরবান প্ল্যানিংয়ে ব্যাপক পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে নতুন করে আধুনিক নগরায়ণের পরিকল্পনা করতে হবে। বর্তমান নগর পরিকল্পনার পরিবর্তন করে এ বিষয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।’ স্থপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুর্ঘটনা বেশ কয়েক ধরনের হতে পারে। তা মানবসৃষ্ট দুর্ঘটনা হতে পারে। নিয়ম মেনে ভবন তৈরি না করা, সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণ, নদীপথে লঞ্চ দুর্ঘটনা, সড়ক ও ট্রেন দুর্ঘটনা ইত্যাদি। এসব ক্ষেত্রে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তা চিহ্নিত করতে হবে। এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় আমাদের দুর্যোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে। ভবন তৈরি করে তা বসবাসের উপযোগী করেই বাসিন্দাদের থাকার অনুমতি দিতে হবে। কারণ দুর্ঘটনা ঘটার আগেই যদি নিরাপত্তাব্যবস্থা নেওয়া যায় তাহলে আর দুর্ঘটনা ঘটবে না। তবে আগাম প্রস্তুতি হিসেবে কোন ভবনে আগুন কীভাবে লাগতে পারে তা শনাক্ত করতে হবে।’ মোহাম্মদ ফয়েজ উল্লাহ আরও বলেন, ‘উন্নত দেশগুলোয় আমরা দুর্ঘটনাস্থলে যাওয়ার আগেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যে রাস্তা দিয়ে যাবে সে এলাকার ট্রাফিক পুলিশকে আগাম জানিয়ে রাখে। একইভাবে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিসকে বিদ্যুৎ বন্ধ রাখতে বলেন। কিন্তু আমাদের শহরে কোথাও আগুন লাগলে ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সময় লেগে যায়।’ এই স্থপতি বলেন, ‘ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর এটি অপরিকল্পিত নগরায়ণের ফল। শহরের জনসংখ্যার সামঞ্জস্য রক্ষা করার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামীর ঢাকার কথা চিন্তা করে পরিকল্পিতভাবে নগর উন্নয়ন করতে হবে।’

সর্বশেষ খবর