বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুই লাশ ঢাকার হোটেলে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেট এলাকার সম্রাট আবাসিক হোটেলের একটি রুম থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- আমিনুল ইসলাম সজল (২১) ও মরিয়ম আক্তার জেরিন (২০)। গতকাল বেলা ৩টার দিকে ওই হোটেলের ৭ম তলার একটি রুমে তাদের লাশ পাওয়া যায়। পুলিশ বলছে, স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা ওই হোটেলে উঠেছিলেন। লাশ উদ্ধারের সময় বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মাত্রাতিরিক্ত ড্রাগ সেবনে দুজনের মৃত্যু হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম কাজল জানান, ফার্মগেটের সম্রাট হোটেলের ৭ম তলার একটি রুমে সজল ও জেরিনের লাশ পাওয়া যায়। সজলের সঙ্গে থাকা পরিচয়পত্রে উল্লেখ রয়েছে সে তেজগাঁও কলেজের শিক্ষার্থী এবং জেরিনের সঙ্গে থাকা পরিচয়পত্রে উল্লেখ রয়েছে সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। হোটেল রুমের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তেজগাঁও থানার এসআই শরিফুল ইসলাম জানান, সজলের বাবার নাম মোশাররফ হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোর্ট থানার হরিপুর গ্রামে। সে ফার্মগেট এলাকায় থাকত। আর জেরিনের বাবার নাম মোস্তফা আহমেদ চৌধুরী। মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কোলা গ্রামের তার বাড়ি। সে মোহাম্মদপুরে একটি হোস্টেলে থাকত। প্রেমের সম্পর্কের ভিত্তিতে সজল ও জেরিন ওই হোটেলে উঠে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, সোমবার স্বামী-স্ত্রী পরিচয়ে সজল ও জেরিন ওই হোটেলে ওঠেন। গতকাল দুপুর পর্যন্ত তাদের সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। লাশ দুটি খাটের ওপর পড়ে ছিল। তাদের শরীরের জখমের চিহ্ন নেই। বিষয়টি রহস্যজনক। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর