বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মিরপুর ডিওএইচএস থেকে প্রকৌশলী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

মিরপুর ডিওএইচএস থেকে প্রকৌশলী নিখোঁজ

রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে কামরুল হাসান (৩১) নামের এক ফটওয়্যার প্রকৌশলীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিওএইচএস এলাকার অফিস থেকে বের হওয়ার পর আর তার কোনো খোঁজ পাননি স্বজনেরা। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা মো. রুস্তম আলী। নম্বর-১৫০। কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগ থেকে পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। সম্প্রতি ওই প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে নিজেই একটি প্রতিষ্ঠান শুরু করার চেষ্টা করছিলেন তিনি। ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি ভবনে অফিসও ভাড়া নিয়েছিলেন কামরুল। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে মুষড়ে পড়েছেন তার মা চম্পা বেগম ও স্ত্রী শারমিন আক্তার। কামরুলের এক মাস বয়সী সন্তানের জনক। চম্পা বেগম এ প্রতিবেদককে বলেন, ‘কামরুলের সঙ্গে কারও শত্রুতা আছে বলে আমাদের জানা নেই। তবে সম্প্রতি তার আগের অফিস থেকে তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। এ বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল কামরুল।’ এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এরই মধ্যে ডিওএইচএসের ওই সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিখোঁজ হওয়ার পেছনে আরও কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

সর্বশেষ খবর