বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে ঢাকায় শ্যাম বেনেগাল

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে ঢাকায় শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বানাতে ঢাকায় এসে দিনভর ব্যস্ত সময় পার করলেন ভারতের বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। গতকাল সকালে বিএফডিসিতে যান। সেখানে ঘণ্টা দেড়েক ছিলেন। বিএফডিসির কর্মকর্তাদের পাশাপাশি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেন। দুপুরের খাবার খেয়ে তিনি ঢাকার অদূরে গাজীপুরের কবিরপুর বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে যান। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বানানো নিয়ে কথা বলতে  সোমবার রাতে ঢাকায় আসেন শ্যাম বেনেগাল। সকালে তিনি এফডিসিতে আসেন। বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে তৈরি হতে যাওয়া এই ছবির জন্য এরই মধ্যে বাংলাদেশ ও ভারত  থেকে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক এই কমিটির বাংলাদেশ অংশের  নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ছবিটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হবে। ২০২০ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এই ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর