বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
তৃণমূলে স্বাস্থ্যসেবা

অর্ধেক জনবল দিয়ে চলছে হাসপাতাল

খাগড়াছড়ি হাসপাতাল

জহুরুল আলম, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার একমাত্র আধুনিক সদর হাসপাতাল কাগজেকলমে ১০০ শয্যা হলেও ৫০ শয্যার জনবল দিয়ে কাজ চলছে। ফলে সুষ্ঠু চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসক থাকার কথা ৪৩ জন, রয়েছেন ৩ জন প্রেষণেসহ ১৬ জন। এক্স-রে মেশিন ১টি পার্টসের অভাবে রয়েছে বিকল। আল্ট্রাসনোগ্রাফির কোনো মেশিন নেই। তিনটি অ্যাম্বুলেন্সের একটি বিকল। যে কোনো রোগীর আল্টাসনোগ্রাফির চিকিৎসা নিতে দৌড়াতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে।  এসব বিষয়ে জানতে চাইলে আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা জানান, এক্স-রে মেশিনের পার্টসের জন্য চাহিদা দেওয়া হলে পার্টস চায়না থেকে নিয়ে আসা হয়। ওই পার্টস মেশিনের সঙ্গে মিলছে না। ফলে এ মেশিনে এখন কাজ বন্ধ রয়েছে। আল্ট্রাসনোগ্রাফি মেশিনের জন্য চাহিদা দেওয়া হয়েছে। তিনি জানান, সারা দেশের মধ্যে দশম ও চট্টগ্রামের মধ্যে মানের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে এ হাসপাতাল। শুধু চিকিৎসক সংকট, এক্স-রে মেশিন ও ডেন্টাল চেয়ার বিকল, আল্ট্রাসনোগ্রাফির ব্যবস্থা না থাকায় এ হাসপাতালটি তার  গুণগত মান ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। তিনি আরও জানান, টিআইবি ও সচেতন নাগরিক কমিটি হাসপাতালে সচেতনামূলক নানা কর্মসূচি নিয়ে কাজ করছে। এতে হাসপাতালের নানা সমস্যা ও অনিয়ম তুলে ধরায় কর্তৃপক্ষ তা সমাধানে এগিয়ে আসছে।

সর্বশেষ খবর