বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

একদিন পরই খুলল জি-চ্যানেল

নিজস্ব প্রতিবেদক

এক দিন পরই ভারতীয় টেলিভিশন জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে। আইন লঙ্ঘন করে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন কেন প্রচার হচ্ছে- তা জানতে চেয়ে তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নোটিস দেওয়ার পর পরিবেশক প্রতিষ্ঠান জাদু ভিশন লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশে ওই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপর গতকাল ফের তা বাংলাদেশের দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। জাদু ভিশন লিমিটেডের কাস্টমার সার্ভিস বিভাগের কর্মকর্তা ফায়সাল সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল দুপুর ১২টা থেকে বন্ধ থাকা জি নেটওয়ার্কের চ্যানেলগুলো খুলে দেওয়া হয়েছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’-এর উপধারা-১৯(১৩)-এর বিধান লঙ্ঘন করে বাংলাদেশে ডাউনলিঙ্ক করা বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করায় জাদু ভিশন লিমিটেডের পাশাপাশি নেশনওয়াইড মিডিয়া লিমিটেডকে সোমবার কারণ দর্শাও নোটিস পাঠায় তথ্য মন্ত্রণালয়। সাত দিনের মধ্যে ওই দুটি প্রতিষ্ঠানকে নোটিসের জবাব দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে জি নেটওয়ার্কের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর