বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

সম্ভাবনার শতরূপা নন্দিনী

ওলী আহম্মেদ, শেকৃবি

সম্ভাবনার শতরূপা নন্দিনী

ফুলের কদর আদিকাল থেকেই। সাজসজ্জা, শুভেচ্ছা কিংবা অভিবাদন থেকে শুরু করে জীবন সায়াহ্নে শেষ বিদায়টুকুও জানানো হয় একগুচ্ছ ফুল দিয়ে। রং ও গন্ধ বিবেচনায় গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, গাদা ও জার্বেরা বাংলাদেশের ফুলের বাজারে বেশ চাহিদার। সাধারণ এ ফুলগুলোর পাশাপাশি উন্নতবিশ্বে বাণিজ্যিক ফুল (কাটফুল) হিসেবে ‘লিসিএন্থাস’-এর আছে বেশ নামডাক। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দীর্ঘ গবেষণায় দেশীয় ফুলরাজ্যে লিসিএন্থাস আবির্ভূত হয়েছে এক স্বতন্ত্র সদস্য হয়ে। বিশ্বব্যাপী এ ফুল লিসিএন্থাস (Lisianthus) নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Eustoma grandiflorum। ২০১৪ সালে নিবন্ধনের পর থেকে দেশে ফুলটি ‘নন্দিনী’ নামে পরিচিত। নয়নাভিরাম বাহারি জাতের প্রায় দুই শতাধিক রঙের সংমিশ্রণ নন্দিনীর প্রধানতম বৈশিষ্ট্য। এর আদি আবাস মূলত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ক্যারিবীয় দক্ষিণ উষ্ণম লীয় অঞ্চলগুলোতে। চাষিপর্যায়ে বাণিজ্যিকভাবে নতুন ফুল সম্প্রসারণের উদ্যোগ হিসেবেই যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন USAID এর সহযোগিতায় শেকৃবিতে নন্দিনী নিয়ে গবেষণা শুরু হয়। শেকৃবি উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন এ সংশ্লিষ্ট গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক।

সংশ্লিষ্ট এ গবেষক জানান, ‘খুব সাধারণ কিছু রংকে ছাপিয়ে আকর্ষণীয় নানা রঙের সংমিশ্রণ নন্দিনীর রূপে এক অনন্য মাত্রা যোগ করে। বিশেষত সংগ্রহ পরবর্তী জীবনকালের (ভ্যাসলাইফ) ওপর ভিত্তি করে নন্দিনী কলি অবস্থায় সংগ্রহ করলে ফুলদানিতে সাধারণ দ্রবণে ১৫ দিন পর্যন্ত স্থায়ী হয়, যা ফুলের বাণিজ্যিকীকরণের অন্যতম বৈশিষ্ট্য।’ বাংলাদেশে নন্দিনী সম্পর্কে তিনি বলেন, ‘আমরাই প্রথম ২০০৪ সালে নন্দিনী নিয়ে কাজ শুরু করেছিলাম। ২০০৭ পর্যন্ত ব্যর্থ থাকার পরের বছরে সর্বপ্রথম এর ফুল ফোটে। ক্রমাগত বিস্তর গবেষণায় কাক্সিক্ষত ফলাফল আসলে পরে আমরা নন্দিনী নামে এর নিবন্ধন করেছি।’

নন্দিনী সম্প্রসারণের বিষয়ে ড. জামাল জানান, ‘দেশীয় আবহাওয়ায় নন্দিনীর দুটি জাত বেশ ভালো জন্মায়। আমরা নিজস্ব প্রযুক্তিতে সংগৃহীত বীজ থেকে তিন মাস অন্তর ১৪ হাজার বীজ উৎপাদনের সক্ষমতা রাখি। বিশ্ববিদ্যালয়ে উদ্যানতত্ত্ব খামারের পাশাপাশি এরই মধ্যে যশোরেও ২৫ জন কৃষককে নন্দিনী উৎপাদন বিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে এর উৎপাদন পরবর্তী বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। বাণিজ্যিকভাবে উৎপাদনের লক্ষ্যে এ বছরের শেষদিকে নন্দিনীর দুটি নতুন জাত নিবন্ধনের প্রচেষ্টা চলছে।’

সর্বশেষ খবর