শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে গোলাগুলি নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে অবস্থান নেওয়া রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে হাশেম ডাকাত নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে। গতকাল সকালে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যা¤প সংলগ্ন পাহাড় হতে উগ্রপন্থি সংগঠনের পোশাক পরিহিত এবং মুখোশধারী ৮-১০ জনের সশস্ত্র একটি গ্রুপ নেমে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকে গিয়ে পীর মোহাম্মদের ছেলে ও কথিত শিশু অপহরণের হোতা হাশেম (৩৫)-কে বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পাহাড়ের দিকে চলে যায় বলে সাধারণ রোহিঙ্গাদের দাবি। তাৎক্ষণিক উপস্থিত স্বজন ও রোহিঙ্গারা একটি ভ্যানে করে গুলিবিদ্ধ হাশেমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যাম্পের হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশের উপপরিদর্শক আবদুস সালাম বলেন, গতকাল সকালে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লক হতে গুলিবিদ্ধ হাশেমকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়। তার মৃতদেহ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর