শিরোনাম
শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

যৌতুক না দেওয়ায় কেটে দেওয়া হলো গৃহবধূর চুল

ফরিদপুর প্রতিনিধি

যৌতুকের টাকা দিতে না পারায় রাজবাড়ীর বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের অলংকাপুর গ্রামের টেংরাপাড়ার বাসিন্দা রিয়াজ প্রামাণিক তার স্ত্রী চুমকি বেগমকে (২৫) শারীরিক নির্যাতন করে চুল কেটে দিয়েছে। এ ব্যাপারে গৃহবধূ চুমকি বেগম আইনের আশ্রয় নিয়েছেন। চুমকির দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গতকাল বেলা ২টায় দিকে স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন গৃহবধূ চুমকি বেগম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় একটি টিম অভিযুক্ত রিয়াজকে গ্রেফতারের জন্য অভিযানে নেমেছে। চুমকির বড় ভাই ভ্যানচালক পিকুল কাজী জানান, ২০১৩ সালে আমার বোনের সঙ্গে রিয়াজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আমার বাবা মেয়ের সুখের কথা ভেবে বিয়ের কিছুদিন পর নগদ ৫০ হাজার টাকাও তাকে দেয়। কিন্তু সে মাঝে মাঝেই টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না দিলে শারীরিক নির্যাতন করতে থাকে। বেশ কয়েকবার আমরা চুমকিকে নিয়ে আসি এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে অভিযোগ দিলে তারা মুচলেকা দিয়ে নিয়ে যায়। কিন্তু এবার ওই পাষ  আমার বোনকে মেরে চুল কেটে দিয়ে একটি ঘরের মধ্যে তালা মেরে রাখে।

পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। নির্যাতনের শিকার গৃহবধূ চুমকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় টাকা দিতে অপরাগতা স্বীকার করলে রাতে স্বামী তাকে বেধড়ক মারধর করে চুল কেটে দিয়ে একটি রুমের মধ্যে আটকে রাখে। পরে সুযোগ বুঝে এক প্রতিবেশীর মোবাইল নিয়ে বাবাকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে নিয়ে আসে। চুমকি বলেন, বিয়ের পর থেকেই সে আমাকে যৌতুকের জন্য মারধর করতে থাকে। আমি সংসারের মায়ায় এতদিন মুখ বন্ধ করে ছিলাম। কিন্তু এবার আমাকে চুল কেটে দিয়েছে। আমি এর উপযুক্ত শাস্তি চাই। বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, নির্যাতিত মেয়েটি যাতে উপযুক্ত ও ন্যায়বিচার পায় সে জন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ খবর