শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
কৃষি সংবাদ

নিকলীতে বিনা চাষে ভুট্টা

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

নিকলীতে বিনা চাষে ভুট্টা

সনাতন পদ্ধতিতে ভুট্টা চাষের দিন শেষ। এখন বিনা চাষেই হবে ভুট্টার আবাদ। কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ ও গাজীপুর উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা চাষে ভুট্টা আবাদের পদ্ধতি হাওর উপজেলা নিকলীতে কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। কৃষকদের হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে উদ্বুদ্ধও করা হচ্ছে। এতে কৃষকদের সাড়াও মিলছে। এ পদ্ধতিতে বাঁশের খুঁটি দিয়ে এক ইঞ্চি গর্ত করে অথবা হাতে টানা দেশি লাঙ্গলের মাধ্যমে লাইন টেনে বীজ বপন করা হয়। বীজের দুটি গর্তের মাঝখানে আরেকটি গর্ত করে তাতে প্রয়োজনীয় সার দিতে হয়। এ পদ্ধতিতে চাষের খরচ যেমন বেঁচে যায়, অন্যদিকে সময়ও কম লাগে। সাধারণ পদ্ধতির চেয়ে ১০/১৫ দিন আগে ফলন পাওয়া যায়। ফলে বন্যার আগেই এ ফসল ঘরে তোলা যায়। প্রথমবারের মতো এবার বিনা চাষে ভুট্টার ফলনও ভালো হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে নিকলী উপজেলার গুরুই হাওরে মাঠ দিবসে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিরুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহফুজুল হক ও কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন। তারা বিনা চাষে ভুট্টার ফলনে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আগামীতে আরও ব্যাপকভাবে এ পদ্ধতি ছড়িয়ে দেওয়া হবে। কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন জানান, হাওর অঞ্চলে রবি মৌসুমে মধ্য-আশ্বিন থেকে মধ্য-অগ্রহায়ণ (অক্টোবর-নভেম্বর) পর্যন্ত ভুট্টার বীজ বপনের উপযুক্ত সময়। বপনের আগে জমির আগাছা ও শেওলা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তিনি আরও জানান, বারি হাইব্রিড ভুট্টা-৯ জাতের জন্য হেক্টরপ্রতি ২০-২৫ কেজি বীজ প্রয়োজন। বীজ সারিতে বুনতে হবে। সারি থেকে সারির দূরত্ব হবে ৬০ সেন্টিমিটার। ২৫ সেন্টিমিটার দূরত্বে ১টি অথবা ২টি বীজ রাখতে হবে। ভালো ফলনের জন্য সময়মতো পর্যাপ্ত সার ও সেচ দেওয়া দরকার। চারা গজানোর ৩০ দিনের মধ্যে জমি থেকে অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে। চারার বয়স এক মাস না হওয়া পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে। ভুট্টার ফুল ফোটা ও দানা বাঁধার সময় কোনো অবস্থাতেই জমিতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিনা চাষে ভুট্টা আবাদে সময় কম লাগে। ফলে কৃষক ভুট্টার পর আরেকটি ফসল বপন করতে পারবে। এ পদ্ধতি পর্যায়ক্রমে পুরো হাওর অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ খবর