শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শ্রীমঙ্গলে রাষ্ট্রদূতদের মিলনমেলা

ফুলের মালা, মণিপুরী নৃত্য আর বাদ্য বাজিয়ে বরণ

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলে রাষ্ট্রদূতদের মিলনমেলা

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং বিশ্বে চায়ের রাজধানী বলে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিলনমেলা বসেছিল ৩৫ দেশের রাষ্ট্রদূতসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারা গতকাল দুপুর ২টার দিকে গাড়িবহর নিয়ে হাজির হন শ্রীমঙ্গলে। তাদের অভ্যর্থনা জানাতে আগে থেকেই গ্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে ছিলেন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। প্রথমেই বাস থেকে নামেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুুল মোমেন। এরপর এক এক করে নেমে আসেন রাষ্ট্রদূতরা। হোটেলের গ্রাউন্ডে তাদের বরণ করা হয় ফুলের মালা, মণিপুরী নৃত্য আর পুলিশ বাহিনীর সুসজ্জিত ব্যান্ড দলের বাদ্য বাজিয়ে। আগতদের মধ্যে ছিলেন ভারত, ইতালি, লিবিয়া, কোরিয়া, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, আফগানিস্তান, ভুটান, ব্রাজিল, কুয়েত, কানাডা, ফ্রান্স, সার্ক, তুর্কি, ইউএসএ, ওমান, জাপান, ফিলিপাইন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত। আরও ছিলেন উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি, ব্রিমসটেক, ইউএনএফপিএ, ইউসিকেইএফ বিডি, ইউএনএইচসিআর, ইউএসডিএসএস প্রতিনিধিরা। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য বিদেশি রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা হয়েছে। এর মধ্যদিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের দেশের আরও সুসম্পর্ক তৈরি হবে। এদিন বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে অতিথিরা অবলোকন করেন শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য। বিকালে তারা ইস্পাহানির জেরিন চা বাগান পরিদর্শন করেন। তারা রামনগড় মনিপুরী পাড়া ঘুরতে যান। রাতে অবলোকন করেন এখানকার বাউল গান, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মনিপুরী নৃত্য, পাহাড়ি গান। আজ শনিবার সকালে তারা ঢাকায় ফিরে যাবেন।

সর্বশেষ খবর