শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিজিএমইএতে ভোট আজ

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে ২০১৯-২১ মেয়াদে পরিচালক পদের ভোট গ্রহণ আজ। সাড়ে তিন বছর পর নেতৃত্ব বদলের এই নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হকের প্যানেল ‘সম্মিলিত-ফোরাম’ এগিয়ে রয়েছে। তার প্যানেলের সাতজন চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। ‘সম্মিলিত-ফোরাম’র বিরুদ্ধে খি ত প্যানেল নিয়ে নির্বাচনী মাঠে আছেন ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন স্বাধীনতা পরিষদ। এই প্যানেলটি সব পরিচালক পদে প্রার্থী দিতে পারেনি।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ কার্যালয়ের নুরুল কাদের অডিটরিয়ামে এবারের নির্বাচনের ভোট গ্রহণ হবে। দুই বছর মেয়াদি এই নির্বাচনে বিজিএমইএ পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদে ৪৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সম্মিলিত পরিষদের ও ফোরামের ২৬ জন, স্বাধীনতা পরিষদের ১৭ জন এবং স্বতন্ত্র একজন। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের নয়জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্যমতে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ৯৫৫ জন। আগামী ১১ এপ্রিল এই নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এরপর ১৮ এপ্রিল বিজিএমইএ নতুন সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। এরপরই আগামী ২১ এপ্রিল নির্বাচিত নতুন কমিটির সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। এর আগে ২০১৫ সালে সমঝোতার মাধ্যমে বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়ার পর প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানকে সভাপতি করে একটি পরিচালনা পর্ষদ ঠিক করেছিল। এরপর থেকে আর নির্বাচন না হয়ে তিন ধাপে এই পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে এবারও সমঝোতার ভিত্তিতেই হওয়ার কথা থাকলেও স্বাধীনতা পরিষদ নামে তৃতীয় একটি মোর্চা ১৮ জন পরিচালক পদপ্রার্থী করে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিজিএমইএতে এবার ভোট হচ্ছে। জানা গেছে, ২০১৫ সালে দুই প্যানেলের সমঝোতা মোতাবেক আগামী মেয়াদে সভাপতি হবেন ফোরাম থেকে। সেই অনুযায়ী ফোরামের শীর্ষ নেতারা সভাপতি পদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হককে নির্বাচিত করেন। এই নির্বাচনের জন্য ৫ জানুয়ারি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনকে চেয়ারম্যান করে বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর