শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পুলিশবক্সে হামলায় ২৫০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নতুন রাস্তা মোড়ে পাবলা পুলিশবক্সে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় ২৫০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত বাগচী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে নগরীর নতুন রাস্তা মোড়ে পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে শ্রমিক নামধারী দুষ্কৃতকারীরা পাবলা পুলিশবক্সে হামলা চালায়। তারা পুলিশবক্সের দরজা, জানালা, গ্রিল, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। হামলায় ট্রাফিক ইন্সপেক্টর আবুল বাশারসহ চার পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ২৫০ জন শ্রমিক নামধারী দুষ্কৃতকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর