শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তেজগাঁওয়ে বন্দুকযুদ্ধে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নাঈম (৩৫) ও জামাল (৩৮)। গতকাল ভোররাত ৪টার দিকে বিজি প্রেস এলাকায় র‌্যাবের তল্লাশি কার্যক্রম চলার সময় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে র‌্যাব। পরে ময়নাতদন্তের জন্য নিহতদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। র‌্যাব জানিয়েছে, নিহতরা আন্তঃজেলা গাড়ি চোর এবং ডাকাত দলের সদস্য। ঘটনাস্থলে থাকা পিকআপে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি রামদা, একটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানান, গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে র‌্যাব গাজীপুর থেকে হানিফ ও লিটু নামে দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, শুক্রবার ভোররাতে গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাই হওয়া একটি গাড়ি টাকার বিনিময়ে তার মালিকের কাছে হস্তান্তর করবে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দলের অন্যদের ধরতে শুক্রবার দিবাগত রাতে বিজি প্রেস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় এলে তাদের থামার সংকেত দেয় র‌্যাব। কিন্তু তারা গাড়ি না থামিয়ে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাঈমের বাড়ি মাদারীপুরে এবং জামালের বাড়ি ঝালকাঠিতে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, চক্রটি রাজধানীর রায়েরবাজার, মাদারীপুর, টঙ্গী, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে বেশ কিছু গাড়ি চুরি ও ডাকাতি করেছে। এরপর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ফেরত দেওয়ার কথা বলে টাকা দাবি করত। কিন্তু টাকা নিয়েও গাড়ি ফেরত দিত না।

সর্বশেষ খবর