শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
তৃণমূলে স্বাস্থ্যসেবা

সংকটে জর্জরিত সব হাসপাতাল

সাতক্ষীরা

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

অনিয়ম, অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকটের কারণে সাতক্ষীরা জেলায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। এ কারণে সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা জরুরি চিকিৎসাও পাচ্ছেন না।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও মেডিকেল অফিসারসহ ৩০ জন ডাক্তার নিয়োগ থাকার কথা থাকলেও ১৮ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে। প্যাথলজি, চক্ষু, সার্জারি, অর্থো-সার্জারি, অ্যানেসথেসিয়া, ইএনটিসহ গুরুত্বপূর্ণ পদে সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তারের পদ শূন্য পড়ে থাকায় বিপাকে পড়ছেন রোগীরা। এ ছাড়া ল্যাব (প্যাথলজি) টেকনোলজিস্ট, এক্স-রে ফার্মাসিস্ট ও স্টোর কিপার এবং নার্সিং সুপারভাইজারের পদও শূন্য রয়েছে। এ অবস্থায় চিকিৎসাসেবা দিতে গিয়ে একদিকে হিমশিম খাচ্ছেন কর্মরত ডাক্তাররা, অন্যদিকে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা নাজেহাল হচ্ছেন। এ ছাড়া বিভিন্ন অভিযোগও পাওয়া গেছে। যেমন সকাল ৮ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিস সময় ও ইমারজেন্সি এবং বহির্বিভাগের কার্যক্রম পরিচালনার নিয়ম হলেও বেশির ভাগ চিকিৎসকই দায়িত্ব পালন করেন না বা কর্মস্থলে উপস্থিত থাকেন না। আবার কখনো উপস্থিত থাকলেও বেলা ১টা বাজতেই প্রাইভেট ক্লিনিকের পথ ধরেন কেউ কেউ। এসব বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম জানান, শূন্যপদ পূরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে। লোকবল সংকট দূর হলে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে।

সর্বশেষ খবর