শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

বেজোস-ম্যাকেঞ্জি বিচ্ছেদের মাশুল সাড়ে ৩ হাজার কোটি ডলার

প্রতিদিন ডেস্ক

বিয়েবিচ্ছেদের জন্য স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের রফায়  পৌঁছেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস। ২৫ বছর সংসার করার পর গত জানুয়ারিতে টুইট করে বিচ্ছেদের ঘোষণা দেন অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস ও ম্যাকেঞ্জি। সূত্র : রয়টার্স।

অ্যামাজনের সিইও বেজোসের হাতে এতদিন কোম্পানির ১৬.৩ শতাংশ  শেয়ার ছিল, যার অর্থমূল্য ১৪৩ বিলিয়ন ডলার। বিচ্ছেদের চুক্তি অনুযায়ী এর ৪ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছেন ম্যাকেঞ্জি, তবে কোম্পানির বোর্ডে তার ভোটিং ক্ষমতা তিনি বেজোসকেই দিয়ে দিচ্ছেন। ফলে অ্যামাজনে বেজোসের শেয়ার আর সম্পদের পরিমাণ কমলেও কোম্পানির ওপর তার নিয়ন্ত্রণ আগের মতোই থাকছে। ওয়াশিংটন পোস্ট আর বেজোসের স্পেস ট্র্যাভেল ফার্ম ব্লু অরিজিনের শেয়ারের ভাগও সাবেক হতে চলা স্বামীর হাতে ছেড়ে দিচ্ছেন ম্যাকেঞ্জি।  প্রসঙ্গত, বেজোস-ম্যাকেঞ্জির সাড়ে তিন হাজার কোটি ডলারের এই বিচ্ছেদ আগের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। এর আগে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড ছিল আর্ট ডিলার অ্যালেক ওয়াইল্ডেনস্টাইন ও তার স্ত্রী জোসেলিনের। ১৯৯৯ সালে সেই ডিভোর্সের রফা হয়েছিল ৩৮০ কোটি ডলারে। গত বৃহস্পতিবার এক টুইটে ম্যাকেঞ্জি লিখেছেন, ‘পরস্পরের সহযোগিতায়’ বিয়েবিচ্ছেদের এই পর্ব চুকাতে পেরে তিনি সবার কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য, চার সন্তানের বাবা-মা বেজোস আর ম্যাকেঞ্জির সংসার শুরু হয়েছিল ১৯৯৪ সালে অ্যামাজনের যাত্রা শুরুরও আগে। সে সময় তারা দুজনেই কাজ করতেন হেজ ফান্ড ডি ইতে। বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করলে ম্যাকেঞ্জিও সেখানে যোগ দেন। তিনি ছিলেন অ্যামাজনের প্রথম কর্মীদের একজন।

♦  বিশেষ আয়োজন পৃষ্ঠা-৫ রকমারিতে

সর্বশেষ খবর