রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
নির্বাচনী বিরোধ

গুলি করে গ্রাম পুলিশকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল ভানুলাল চন্দ্র (৪২) নামে এক গ্রামপুলিশকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। সকাল ১০টার দিকে উপজেলার তালশহর-বাহাদুরপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ভানুলাল তালশহরের হরিচরণ দাসের ছেলে। তিনি তালশহর ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে চাকরি করতেন।

আশুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমির হোসেন জানান, ‘নির্বাচনের বিরোধ নিয়ে আগে থেকেই বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এরই জেরে হয়তো আমরা গাড়িতে আছি মনে করে গুলি চালানো হয়েছে। ভানুলাল হামলাকারীকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমির হোসেন তার ব্যক্তিগত গাড়ির তেল আনার জন্য সরাইলের বিশ্বরোডের পাম্পে চালককে পাঠান। সঙ্গে ভানুলালকেও পাঠান। তালশহর-বাহাদুরপুর সড়ক হয়ে গাড়িটি আশুগঞ্জে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে চার যুবক ইবরাহিম মিয়ার বাড়ির সামনে গাড়িটির গতিরোধ করে। গাড়ি থেকে নেমেই যুবকরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ভানুলাল মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে চালক গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর