রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জনগণই আওয়ামী লীগের শক্তি

-এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

জনগণই আওয়ামী লীগের শক্তি

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বাংলাদেশে গণমানুষের একমাত্র দল আওয়ামী লীগ। এ দলের শক্তি দেশের জনগণ, বন্দুক নয়। বরং বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানই বন্দুকের নলে ক্ষমতায় এসেছিলেন এবং দল গঠন করেছিলেন। সেই দলের মহাসচিবের মুখে ‘আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় আছে, এমন অভিযোগ বেমানান’। গতকাল নড়িয়া উপজেলার পি তসার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এনামুল হক শামীম বলেন, মেজর জিয়া সামরিক আইন ভঙ্গ করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে ‘হাঁ’-‘না’ ভোট চালু করেছিলেন। জিয়াই প্রথম গণতন্ত্রকে হত্যা করে। ক্ষমতায় থেকে উচ্ছিষ্ট ছিটিয়ে তিনি দল গঠন করেন। অন্যদিকে আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার আদায়ে কাজ করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে এই দলটি নেতৃত্ব দিয়েছে। যে কারণে আওয়ামী লীগ গণমানুষের দল। দিন দিন দলটির জনপ্রিয়তা বাড়ছেই। সে কারণে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায়। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় তাদের দলের নেতা-কর্মীদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা মিডিয়ায় উল্টাপাল্টা কথা বলছেন। এর আগে নড়িয়া থেকে প্রেমতলা পর্যন্ত ৩১ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার সড়ককে ১৮ মিটারে প্রশস্তকরণ, সার্ফেসিং ও রক্ষাপ্রদ এবং নড়িয়া পৌরসভার জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

সর্বশেষ খবর