সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ওদের প্রতিবাদ করার সুযোগ কম

-সালমা আলী

ওদের প্রতিবাদ করার সুযোগ কম

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, যদিও মাদ্রাসা ছাত্রীদের ক্ষমতায়নের জন্য সংশ্লিষ্টরা চেষ্টা করছেন, কিন্তু অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসার ছাত্রীদের আরও

বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। নিজেদের সম্মান রক্ষায় মাদ্রাসা ছাত্রীদের প্রতিবাদ করার সুযোগ কম। সে অর্থে বিপদে তাদের সহযোগিতা করারও কেউ নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী এসব কথা বলেন।  সালমা আলী বলেন, ফেনীর মেয়েটি সাহস করে প্রতিবাদ করেছিল। কিন্তু সে ধর্মীয় গোঁড়ামি ও পুরুষতান্ত্রিক মনমানসিকতার শিকার হয়েছে। অত্যন্ত উদ্বেগের বিষয় এই যে, মেয়েটি সাহস করে তার সঙ্গে হওয়া অপরাধের প্রতিবাদ করলেও তার জন্য ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়নি। এক্ষেত্রে পরীক্ষার সময় স্কুল কমিটি, স্থানীয় বাসিন্দা ও সে এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, আমি জানতে চাই, মেয়েটি যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তখন কেন তার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করা হলো না। মেয়েটি যখন অভিযোগ করেছিল সে সময়ই যদি আসামিকে গ্রেফতার করা হতো তাহলে আজ মেয়েটিকে আগুনে পুড়তে হতো না। দুঃখজনক যে, এ ঘটনাগুলো বার বার দেখতে দেখতে এখন আমাদের পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। এই মানবাধিকারকর্মী আরও বলেন, সুবর্ণচরে এর আগে যখন একজন নারী যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তখন আমি সেখানে গিয়েছিলাম। সে সময় ওই এলাকার এসপি এ বিষয়ে ভিন্ন সুরে কথা বললেও সেখানকার ডিসি বিষয়টি নিয়ে আন্তরিক ছিলেন। তিনি বলেন, এ ঘটনায় তখন আসামির পরিবারও ক্ষমা চেয়েছিল। কিন্তু প্রশাসন বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল। এ ঘটনায় ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে চার্জশিট হওয়ার কথা থাকলেও তা হয়নি। আমরা দেখে এসেছি যে, কোনো অপরাধী ক্ষমতাশালী হলে আইনের ফাঁকফোকর গলিয়ে সে বেরিয়ে যায়। তাই নতুন করে আর আইন প্রণয়নের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সালমা আলী বলেন, দুঃখজনক যে, আমাদের কোনো গ্রহণযোগ্য ফরেনসিক ল্যাব নেই। এ বিষয়গুলো নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য প্রয়োজনীয় বাজেটও নির্ধারণ করতে হবে। এ ছাড়া স্পর্শকাতর মামলাগুলো আলাদা করে মনিটর করতে হবে। বর্তমানে রাজনৈতিক চাপে অনেক ধর্ষণ মামলার আসামি পার পেয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানিমূলক যে দিকনির্দেশনা আছে তা  দেশের মাদ্রাসাগুলো আদৌ জানে কিনা এ বিষয়ে সালমা আলী সন্দিহান।

সর্বশেষ খবর