সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ছাদধসে শিক্ষার্থী হতাহতে ক্ষতিপূরণ কেন নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক ও বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে হতাহত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। জনস্বার্থে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এ রুল জারি করেছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাইনুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানান, আদালত রুল জারি করেছে। রুলে বরগুনার তালতলীতে পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং হতাহত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে। চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বরগুনার জেলা প্রশাসক, বরগুনার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা কমিটির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ইশতিয়াক আহমেদ। এর আগে সকালে এক আইনজীবী এবং একটি সংগঠনের পক্ষে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আরেকটি রিট করা হয়। আদালতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে হঠাৎ বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের বিম ধসে শিক্ষার্থীদের ওপর পড়ে ১১ জন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পথে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরা মারা যায়। এ ঘটনায় প্রকাশিত সংবাদ যুক্ত করে রিট করা হয়। আবেদনে নিহত শিক্ষার্থী মানসুরার পরিবারকে ১ কোটি টাকা এবং আহত অন্যান্য শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ও তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

নিহত শিক্ষার্থীর দাফন সম্পন্ন : এদিকে বরগুনা প্রতিনিধি জানান, তালতলী উপজেলার ছোটবগি পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রেড বিম ধ্বংসে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরা বেগম নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমতলী থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় মানসুরার মৃতদেহ গে ামারা গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ জানান, মৌখিকভাবে বিদ্যালয় ভবনে ফাটলের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আগেই অবগত করা হয়।

সর্বশেষ খবর