শিরোনাম
সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
রূপালী ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাৎ

পলাতক আসামিকে ধরতে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক

রূপালী ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আবু বোরহান চৌধুরীকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। পুলিশ প্রধান, র‌্যাবের ডিজি, ডিএমপি কমিশনারসহ সব আইনপ্রয়োগকারী সংস্থাকে এ নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথাও বলেছে আদালত। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে এই মামলার তদন্ত কর্মকর্তাকেও তলব করেছে হাই কোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম। আপিলকারী এইচ এম বাহাউদ্দীনের পক্ষে ছিলেন আইনজীবী মো. রিয়াজুল ইসলাম রিয়াজ এবং তিন ব্যাংক কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওবায়দুর রহমান। আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, রেড অ্যালার্ট জারির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ১৫ এপ্রিলের মধ্যে হাই কোর্টকে জানাতে বলা হয়েছে আদেশে। আসামি আবু বোরহান চৌধুরী এভারেস্ট হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান। আইনজীবী হাসান এম এস আজিম জানান, আগামী ১৫ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে হাই কোর্টে হাজির হয়ে এ মামলায় রূপালী ব্যাংক কর্মকর্তাদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া দ প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারে নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১২ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত এভারেস্ট হোল্ডিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান আবু বোরহান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম বাহাউদ্দীনকে যাবজ্জীবন কারাদ  এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-পরিচালক, বর্তমানে পরিদর্শক মো. আবদুল কুদ্দুস খানকে খালাস দেয়। সাজাপ্রাপ্ত বাহাউদ্দীন পরবর্তীতে হাই কোর্টে আপিল করে জামিন আবেদন করেন।

আপিলের পর অভিযোগপত্র থেকে বাদ দেওয়া রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এস এম আতিকুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবদুস সামাদ সরকারকে ২৯ জানুয়ারি তলব করে রুল জারি করে হাই কোর্ট। সে অনুযায়ী গতকাল হাই কোর্টে হাজির হন ওই তিন কর্মকর্তা। পরবর্তী শুনানির দিন ওই তিন কর্মকর্তাকে হাই কোর্টে উপস্থিত থাকতে হবে। মামলার সূত্রে জানা যায়, বিক্রি করা জমি ও ফ্ল্যাট অবিক্রীত দেখিয়ে ঋণ তুলে ১৫ কোটি টাকা গ্রাহকের নামে বিতরণ করে আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর ৫ জনকে আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক।

 

সর্বশেষ খবর