সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ময়মনসিংহ সিটি নির্বাচন

আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র দাখিল প্রত্যাহার ১৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ। ১৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এ নির্বাচনে অংশ নিতে এ পর্যন্ত মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে কেউ জমা দেননি।

আগামী ৫ মে ভোটের দিন রেখে গত ২৪ মার্চ নতুন সিটি করপোরেশন ময়মনসিংহের প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় আজ ৮ এপ্রিল পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় হচ্ছে ১৭ এপ্রিল। রিটার্নিং অফিসার আলীমুজ্জামান বলেন, মেয়র পদে গতকাল পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি। সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান বলেন, মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৩০টি কেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এইচএসসি পরীক্ষা চলছে। ৭ মে থেকে রোজা শুরু হতে পারে। পরীক্ষার পর রোজার আগেই ভোটের দিন ঠিক করেছে ইসি। নির্বাচন উপলক্ষে এ বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। নতুন এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি করপোরেশনের মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

সর্বশেষ খবর