সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
তৃণমূলে স্বাস্থ্যসেবা

সোয়া দুই লাখ মানুষের জন্য চারজন ডাক্তার

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার প্রায় ২ লাখ ২৫ হাজার জনসাধারণের একমাত্র চিকিৎসা কেন্দ্র। ৫০ শয্যার এই হাসপাতালটিতে ২১ জনের স্থলে বর্তমানে কর্মরত মাত্র চারজন ডাক্তার। জানা যায়, জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. রতন কুমার সিংহ ২০১৩ সালের ১০ অক্টোবর এখানে কাগজপত্রে যোগদান করলেও তখন থেকে প্রেষণে নওগাঁ সদর হাসপাতালে কর্মরত আছেন। এতে এ উপজেলার শিশুরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ডেন্টাল সার্জন ডা. ফেরদৌস আমিন ২০১০ সালের ১ ডিসেম্বর এখানে যোগদান করলেও কিছুদিন পর কর্তৃপক্ষকে না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যান। একটি সূত্র জানায়, বদলগাছীতে প্রাইভেট চিকিৎসায় তেমন অর্থ উপার্জন না হওয়ায় ডাক্তাররা ঊর্ধ্বতন মহলকে ম্যানেজ করে অন্যত্র বদলি হয়ে যান। অভিযোগ রয়েছে, ডাক্তারদের স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে অবস্থানের সুব্যবস্থা থাকলেও কেউই কোয়ার্টারে অবস্থান করেন না। এতে জরুরি ও ভর্তিরত রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর এ মুরশেদ বলেন, ডাক্তার সংকটের কারণে চিকিৎসাসেবা দেওয়া অতি কষ্টকর হয়ে পড়েছে। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে মাত্র চারজন মেডিকেল অফিসার ও তিনজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। নওগাঁর সিভিল সার্জন ডা. মোমিনুল হক বলেন, ডাক্তার সংকট গোটা নওগাঁ জেলাতেই। তবে আগামীতে ডাক্তার নিয়োগ হলে এ সংকট থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। এলাকার সচেতন মহল মনে করেন, দ্রুত অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্য পদে ডাক্তার নিয়োগ ও ডাক্তারদের ক্যাম্পাসে অবস্থান নিশ্চিত করলে এখানকার স্বাস্থ্যসেবার মান বাড়বে।

সর্বশেষ খবর