সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

‘গোল্ডেন ফিজেন্ট’

দিনাজপুর প্রতিনিধি

‘গোল্ডেন ফিজেন্ট’

দেখতে সুন্দর রঙিন গোল্ডেন ফিজেন্ট (pheasant) পাখি। যাকে দেখলে যে কারও ভালো না লেগে পারে না। তাই দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) খামারে প্রতিদিনই এই পাখি দেখতে দর্শনার্থীরা ভিড় জমায়। এখানে স্ত্রী-পুরুষ দুটি পাখি রয়েছে। এরই মধ্যে একটি ডিম দিয়েছে। ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ডিমটিকে ইনকিউবিটারে মুরগির ডিমের সঙ্গে রাখা হয়েছে। এ পাখির বংশবিস্তারের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে এ পাখি বাড়িতে শখের বশে পালন করে। গোল্ডেন ফিজেন্ট পাখির মাথার ওপর সোনালি রঙের পালক রয়েছে। যার ওপর একটি কমলা রিম এবং একটি কালো সীমানা রয়েছে। পেট-সমৃদ্ধ লাল। মহিলাদের মধ্যে কোনো crest নেই। তাদের পালক ধূসর-বাদামি রঙের হয়। জানা যায়, প্রাপ্তবয়স্ক এ পাখি ৪০-৪৫টি ডিম এবং তরুণ ফিশ্যান্ট ২০টি ডিমের বেশি দেয় না। গোল্ডেন ফিজেন্টরা শীতকালে আরামদায়ক বোধ করে। আকারে খানিকটা ময়ূরের মতো। হিমালয় সংলগ্ন বিভিন্ন জঙ্গলে সাধারণত ওই পাখি পাওয়া যায়। হিউম, রেড, ব্ল্যাকসহ নানা রঙ ও প্রজাতির রয়েছে। হাবিপ্রবিতে গবেষণারত পিএইচডি ফেলো ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব জানান, গোল্ডেন ফিজেন্ট এক জোরা পাখি জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল গাফফার মিয়া ঢাকা থেকে ক্রয় করে এখানে আনেন। যাতে এ পাখিটির বংশ বাড়ানো যায়। কারণ পাখিটি অনেকে ব্যক্তি পর্যায়ে লাভবার্ড হিসেবে পালন করেন। কিন্তু এ পাখির প্রজাতি আজ হারিয়ে যেতে বসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর