মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আন্দোলন প্রত্যাহার ক্যাম্পাস থমথমে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দাবি মেনে নেওয়ার আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে ক্যাম্পাসে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। চবি শাখা ছাত্রলীগের দুই দিনের আন্দোলনে কার্যত স্থবির হয়ে পড়েছিল ক্যাম্পাস। হয়নি কোনো বিভাগের ক্লাস। স্থগিত ছিল কয়েকটি বিভাগের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় রুটে চলেনি শাটল ট্রেন। বিশ্ববিদ্যালয় পরিবহন পুল থেকে ছেড়ে যায়নি কোনো শিক্ষক বাস। জানা যায়, টানা এক সপ্তাহ ধরে ছাত্রলীগের দুই পক্ষ বিজয় ও সিএফসির মধ্যে সংঘর্ষ চলতে থাকে। তখন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ পাঁচটি আবাসিক হলে তল্লাশি চালায়। এতে আলাওল হলের পেছন থেকে দুটি একনলা বন্দুক, ১২৬ রাউন্ড গুলি, ১২টি রামদা, রড ও বিপুল পরিমাণ লাঠিসোটা জব্দ করা হয়। এরপরেও শাখা ছাত্রলীগের ওই দুই পক্ষ ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামাতে পুলিশ তাদের লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় বুধবার হাটহাজারি থানা পুলিশ বাদি হয়ে একটি দেশীয় অস্ত্র মামলা দিয়ে আটক ৬ ছাত্রলীগ কর্মীদের জেলহাজতে পাঠায়। এরপর আটক ৬ ছাত্রলীগ কর্মীর মুক্তিসহ চার দফা দাবিতে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

সর্বশেষ খবর