মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
মন্ত্রিপরিষদ সচিবের ব্রিফিং

সচিবালয়ের ভবনগুলো ঝুঁকিপূর্ণ নয়

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, সচিবালয়ের বিভিন্ন ভবনের অগ্নিনিরাপত্তা বিষয়ে শিগগির সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক ডাকা হবে। এ বিষয়ে পিডব্লিউডি ব্যবস্থা নিচ্ছে। মন্ত্রিসভা বৈঠক শেষে গতকাল সচিবালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

শফিউল আলম বলেন, সচিবালয়ের ভবনগুলো ঝুঁকিপূর্ণ নয়। কারণ এসব ভবন থেকে বের হওয়ার একাধিক পথ আছে। এগুলো সেভাবেই নির্মাণ করা হয়েছে। বাইরের ভবনগুলো যেভাবে বাক্সের মতো করে গ্লাস লাগিয়ে তৈরি করা হয়েছে সচিবালয়ের ভবনগুলো সেরকম নয়। এ ছাড়া সচিবালয়ের ভবনগুলোতে পুরনো যেসব ফায়ার এক্সটিংগুইশার আছে সেগুলো চেক করে মেয়াদোত্তীর্ণগুলো রিপ্লেস করা হচ্ছে। এগুলো যার যার মতো করে করছে। কিন্তু আমরা ইন এ বডি সবার সঙ্গে এটা নিয়ে মিটিং করব খুব তাড়াতাড়ি। তবে এখনো ডেট ঠিক হয়নি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে ওই সভা হবে। এটা আমাদের সচিবদের সিদ্ধান্ত, আমরা নিজেরা মিটিং করব। আমরা আলোচনা করেছি বড় পরিসরে সবাইকে নিয়ে বসব, অন্তত অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্যও এটা দরকার। তিনি জানান, মন্ত্রিসভার গতকালের বৈঠকে অগ্নিদুর্ঘটনা নিয়ে কোনো আলোচনা হয়নি। মন্ত্রিপরিষদ সচিব জানান, সচিবালয় মসজিদের পাশে টিনশেড বিল্ডিংগুলো ভেঙে সেখানে একটি ২০ তলা ভবন নির্মাণ হবে। সেখানে আগুনের ঝুঁকি প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা থাকবে।

সর্বশেষ খবর