মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বাড়ি ফিরলেন সুবর্ণচরে ধর্ষিত নারী নিরাপত্তা চেয়ে জিডি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা ছয় সন্তানের জননীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল। এক সপ্তাহ চিকিৎসা শেষে গতকাল বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল ছাড়লেন তিনি। এ সময় নির্যাতিতার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেন জেলা প্রশাসক তন্ময় দাস। এদিকে  আসামিদের স্বজনরা মামলা তুলে নেওয়ার জন্য ভিকটিম পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন ভিকটিমের স্বামী মো. শাহজাহান। তিনি এ বিষয়ে নিরাপত্তা চেয়ে চরজব্বর থানায় ৬ এপ্রিল একটি জিডি করেন। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, ইতিমধ্যে নির্যাতিতার সব শারীরিক পরীক্ষা শেষ করে রিপোর্ট পুলিশ সুপার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তিনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩১ মার্চ রাতে স্থানীয় চরজব্বর বাজার থেকে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০-১২ জন নির্যাতিতার স্বামীর মোটরসাইকেলের গতিরোধ করে মারধর করে। পরে তার স্বামীকে এক পাশে আটকে রেখে তাকে বেচু মাঝি, ফজলু ও আবুল বাসার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নির্যাতিতার স্বামী ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারজনসহ মোট ১২ জনকে আসামি করে চরজব্বর থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর