মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এইচএসসি পরীক্ষার পাঁচ দিনের সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত পরিবর্তিত এ সূচি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ১৭ এপ্রিলের আরবি প্রথম পত্র, সংস্কৃত প্রথম পত্র, পালি প্রথম পত্র ৯ মে, ১৮ এপ্রিলের আরবি দ্বিতীয়, সংস্কৃত দ্বিতীয়, পালি দ্বিতীয় পরীক্ষা ১১ মে, ২২ এপ্রিলের সব পরীক্ষা ১২ মে, ৪ মে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা সকালের পরিবর্তে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে। এ ছাড়া ৬ মের গার্হস্থ্য দ্বিতীয় পত্রের পরীক্ষা ৬ মে একই দিনে ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, পবিত্র শবেবরাতের কারণে ২২ এপ্রিলের পরীক্ষা পেছানো হয়েছে। এ ছাড়া সূচিতে কিছু শিক্ষার্থীর সকাল-বিকাল পরীক্ষা নির্ধারিত ছিল। সেগুলো অন্য দিনে দেওয়া হয়েছে। সমন্বয় করার জন্য পাঁচ দিনের পরীক্ষা পেছানো হয়েছে।

সর্বশেষ খবর