বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পুঁজিবাজারে বিক্ষোভ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে বিক্ষোভ অব্যাহত

দরপতনের কারণে চরম অস্থিরতা শুরু হয়েছে শেয়ারবাজারে। টানা কয়েকদিনের দরপতনের কারণে বিক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা। অব্যাহত এই দরপতনে বিক্ষুব্ধ হয়ে গতকালও সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করেছেন। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। তারা কর্তৃপক্ষের কাছে শেয়ার জালিয়াতির সিন্ডিকেটের বিচারের দাবি জানান। এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও ডিএসই সূচক কমেছে ৫৭ পয়েন্ট।

জানা গেছে, সকালে ডিএসইতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শুরু হয়। তবে মাত্র এক ঘণ্টার ব্যবধানে এ প্রবণতা আর থাকেনি। দুপুর ২টার দিকে ৪০ পয়েন্টের বেশি সূচকের পতন হলে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে রাস্তায় নেমে আসেন সাধারণ বিনিয়োগকারীরা। মতিঝিলের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভ শেষে ডিএসই ভবনের সামনে সমাবেশে বক্তারা বিএসইসি চেয়ারম্যানের কাছে শেয়ারবাজারে অব্যাহত পতনের কারণ জানতে চান। শেয়ারের অব্যাহত দরপতনের প্রতিবাদে কয়েকদিন ধরে রাস্তায় বিক্ষোভ করছেন সাধারণ বিনিয়োগকারীরা। সরাসরি আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ৮০ শতাংশ শেয়ার দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা। এ ছাড়া শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরি বা ওটিসি মার্কেট বন্ধের জন্য জোর দাবি জানাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি সপ্তাহের চার দিন লেনদেনে প্রতিদিনই দরপতন হয়েছে ডিএসইতে। এ চার দিনে সূচক কমেছে ১৯৮ পয়েন্ট। গতকাল সব সূচক ও টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই টাকার পরিমাণে লেনদেন এক বছরের মধ্যে সবচেয়ে কমে নেমে গেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ৮৩ লাখ টাকার। যা এক বছর ১৮ দিন বা ২৫১ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২২ মার্চ ডিএসইর লেনদেন আজকের চেয়ে কম হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৪ কোটি টাকার। প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬১ পয়েন্টে। যা তিন মাস ২১ দিন বা ৭৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। ডিএসইতে ৩৪৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির বা ১৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩১টির বা ৬৭ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির বা ১৫ শতাংশ প্রতিষ্ঠানের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৮ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। সিএসইতে ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর