বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সব স্থানীয় নির্বাচনে ইভিএম

আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইমিএম ব্যবহারের পরিকল্পনা, ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদ টার্গেট ৮০ লাখ নতুন ভোটার

নিজস্ব প্রতিবেদক

সিটি করপোরেশন, পৌরসভাসহ আগামীতে সব স্থানীয় সরকার নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী বছর ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনেও ইভিএমে ভোটগ্রহই হবে। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে ইসির। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 

বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, এখন থেকে সব সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন ইভিএমের মাধ্যমে করা হবে। বিদ্যুৎ আছে ও যোগাযোগ ব্যবস্থা ভালো এমন উপজেলার ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আগামী সংসদ নির্বাচনে আমরা শতভাগ না হলেও ফিফটি পারসেন্ট আসনে ইভিএম ব্যবহার করার জন্য কাজ করে যাচ্ছি। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি এখনো সিওর না, এটা আমাদের পরিকল্পনায় আছে। তিনি বলেন, ভারতে এক মাসব্যাপী নির্বাচন হবে। তারা সব নির্বাচন ইভিএমের মাধ্যমে করবে। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা ইভিএমের একটা প্রকল্প হাতে নিয়েছি। এ প্রকল্পের মাধ্যমে আমরা দেড় লাখ ইভিএম সংগ্রহ করেছি। সরকার বলেছে, যেসব জায়গায় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনেও এটা ব্যবহার করা হোক। এতগুলো ইভিএম কেন আমরা ব্যবহার করব না। অনেক লোককে আমরা প্রশিক্ষিত করেছি, আমাদের প্রত্যেকটি ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছি। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছি। সচিব বলেন, উপজেলা পরিষদের তৃতীয় ধাপে চারটি উপজেলায় ট্যাব ব্যবহার করা হয়েছে। সেখানে দুটি উপজেলার ফলাফল আমরা দ্রুত পেয়েছি। দুটি উপজেলায় সমস্যা হয়েছে। তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ যেসব জায়গায় ইভিএম ব্যবহার করা হবে, সেসব জায়গায় ট্যাব ব্যবহার করা হবে। সচিব বলেন, ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এবার প্রায় ৮০ লাখ নতুন ভোটার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর