শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পর্দা উঠল কাগজশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনীর

নিজস্ব প্রতিবেদক

পর্দা উঠল কাগজশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনীর

দেশের কাগজশিল্পের প্রসারে আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। ‘পেপারটেক এক্সপো ২০১৯’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন এ নিয়ে চতুর্থবারের মতো করা হচ্ছে। গতকাল সকালে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে এশিয়ান এক্সপো কনফারেন্স ও আইব্যাক।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, বিশ্বের ১৭টি দেশের ১৫০টির বেশি কোম্পানি এবার এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। গতকাল শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ এক্সপোতে মূলত পাল্প, পেপার, পেপার তৈরির মেশিনারিজ, প্যাকেজিং, কনভার্টিং, কেমিক্যালসহ কাগজ উৎপাদন-সংক্রান্ত উপকরণ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীস্থল ঘুরে দেখা যায়, বসুন্ধরা পেপারের স্টলে বেশ কয়েকটি পণ্য প্রদর্শিত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের নির্বাহী (হাইজিন, করপোরেট সেলস) সজীব সাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রদর্শিত পণ্যগুলোর মধ্যে আছে ফেসিয়াল টিস্যু, পকেট ওয়ালেট টিস্যু, ওয়েট টিস্যু, পেপার ন্যাপকিন, ন্যাপকিন ওয়ালেট টিস্যু, গ্রিন ন্যাপকিন, কিচেন টাওয়াল, ক্লিনিক্যাল বেডশিট, গোল্ড টয়লেট টিস্যু, শিশুদের বিভিন্ন ধরনের ডায়াপার, নারীদের স্যানিটারি ন্যাপকিন, মোনালিসা মেকআপ রিমোভার ওয়াইপস, বসুন্ধরা অফিস পেপার, বসুন্ধরা নোটবুকসহ বেশকিছু পণ্য। এ ছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণকারী মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের স্টলে টিস্যু উৎপাদনে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এ স্টলে প্রদর্শিত হচ্ছে উন্নতমানের ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, কিচেন টিস্যু ও হ্যান্ড টাওয়েল টিস্যু। স্টলটিতে কার্বনলেস পেপারের নমুনাও প্রদর্শিত হচ্ছে। নিটল পেপারের স্টলে থাকা কর্মীরা জানান, এ প্রদর্শনীতে এ-ফোর সাইজের অফিশিয়াল পেপার, কাগজের শিট ও রোল প্রদর্শন করা হচ্ছে। তাদের এ কাগজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক পরীক্ষিত। আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে ভারতের প্যাকসেলের স্টলে গিয়ে জানা যায়, কাগজ উৎপাদনে তারা উন্নতমানের রাসায়নিক তৈরির প্রযুক্তি স্টলে প্রদর্শন করছেন। এ ছাড়া চীনের প্রতিষ্ঠান ড্যাংডং গাওজিন ড্রায়ার ম্যানুফ্যাকচারিং কো. লিমিটেডের স্টলে কাগজ উৎপাদনে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া দেশি-বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে প্রদর্শনীতে আরও অংশ নিয়েছে কর্ণফুলী পেপার মিলস লি., পারটেক্স পেপার মিলস লি., ইয়ামাওচি করপোরেশন, সাংহাই তোমিনাগা প্যাকিং মেশিনারি কো. লি., রূপালী গ্রুপ, ওয়াংদা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশের কাগজশিল্পের অনেক প্রসার হয়েছে। কিন্তু এর পরও কাগজশিল্পের অবস্থা বেশ সংকটাপন্ন। আমাদের অনেক পেপার মিল বন্ধ হয়ে গেছে। কিন্তু কাগজের চাহিদা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।’ তিনি বলেন, ‘দেশের কাগজশিল্পের উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর প্রয়োজন আছে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেপারটেক এক্সপোর সমন্বয়ক মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সরোয়ার জাহান প্রমুখ।

সর্বশেষ খবর