শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সরকারি অফিসে দুদকের অভিযান নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

দেশের আটটি সরকারি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুদক টিম অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ভেড়ামারা এবং দৌলতপুর উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান চালায়। অভিযান চলার সময় গ্রাহকদের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণের সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দৌলতপুরে এক দালালকে দুই মাসের কারাদ- এবং অন্য দালালকে ১৫ দিনের কারাদ- দিয়েছে। দুদকের ফরিদপুরের জেলা কার্যালয় থেকে মধুখালী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান চালিয়ে গ্রাহকসেবা প্রদানে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে। তবে দুদক টিমের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ওই অফিসে গ্রাহক ভোগান্তি মাত্রা ছাড়িয়ে গেছে। কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন অনিয়ম, দীর্ঘসূত্রতার সঙ্গে জড়িত। একটি সেচ প্রকল্পের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়ে ব্যাপক অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া যায়। অভিযানকারী টিম এ অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করে কমিশনের কাছে প্রতিবেদন দেবে। এদিকে গাজীপুর সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্স প্রদানে হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়েছে। দুদকের ঢাকা-২ এর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেখা যায়, সাধারণ সেবাপ্রত্যাশীরা লাইসেন্স প্রদানকারী কর্মকর্তার কাছে পৌঁছাতে পারেন না।

তার আগেই অফিসের কিছু কর্মচারী অতিরিক্ত অর্থের বিনিময়ে লাইসেন্স প্রদান কার্যক্রমে অনিয়ম বিস্তার করে। এ প্রক্রিয়ায় প্রতিটি লাইসেন্সের জন্য গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করা হয়, কিন্তু রশিদ দেওয়া হয় না। ওই অফিসের লাইসেন্স শাখার রাজস্ব কর্মকর্তা বজলুর রশিদ এবং লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা মো. আবদুর রশিদের অনিয়মের বিষয়ে দুদক টিম গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে অবহিত করে। তিনি ওই দুই কর্মকর্তাকে সতর্ক করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অপরদিকে একই টিম পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই একটি পেট্রাল পাম্প নির্মাণের অভিযোগ খতিয়ে দেখে। গাজীপুর চৌরাস্তায় অবস্থিত এসএস পাম্প নামক পেট্রল পাম্পটি পরিবেশ অধিদফতরের একাধিকবারের আপত্তির পরেও নির্মিত হয়েছে মর্মে দুদক টিম অভিযোগ পায়। এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। গাইবান্ধা সরকারি কলেজে স্নাতক চতুর্থ বর্ষ পরীক্ষায় অনিয়ম ও মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে অভিযোগ পেয়ে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অনুরোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুধবার অভিযান চালায়। সেখান থেকে ১২১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্যদের সতর্ক করেন।

 

সর্বশেষ খবর